বাংলাদেশের বিখ্যাত কলম যোদ্ধা জীবন্ত কিংবদন্তি খ্যাত সাইদুর রহমান রিমন আবারো পুলিশী চরিত্র ও আচরণ নিয়ে তাঁর ফেইসবুক স্ট্যাটাসে নতুন এক খবর প্রকাশ করলেন। তাঁর এই খবরটি আসলে খবরের খবর বলা চলে। উল্লেখ্য যে জনাব সাইদুর রহমান রিমন খবর বাংলাদেশ নামে একটি দৈনিক পত্রিকা নিয়ে বর্তমান অপসাংবাদিকতাকে বর্জন করানোর যুদ্ধে লিপ্ত আছেন।
জনাব সাইদুর রহমান রিমন-এর সেই বিশেষ ফেইসবুক স্ট্যাটাসটি আপনার উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হোলো,
শাহআলী থানায় সংঘটিত স্কুলছাত্রী রাত্রীর নির্মম মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রতাপশালী এক লীগ নেতার অন্ধকার জগতের নানা ইতিবৃত্ত বেরিয়ে এসেছে। খবর বাংলাদেশ এর অনুসন্ধানী সংবাদকর্মিদের সেসব তথ্য যুক্ত করে পত্রিকার লীড নিউজ হয়েছিল “নৌকা পোড়ানো সামছুই এখন মিরপুরের ভয়ঙ্কর নেতা”, কিন্তু প্রতাপশালী ওই নেতা মিরপুরে খবর বাংলাদেশ এর কোনো কপি ঢুকতে দেয়নি, সব কপি কিনে গায়েব করে দিয়েছিল। আজকের পত্রিকার সঙ্গে সেই বিশেষ কপির পত্রিকাও পাঠকদের উদ্দেশে একযোগে বিতরণের উদ্যোগ নেয়া হলো.....

0 Comments