'দেখাবো আলোর পথ, রাখিবো নিরাপদ',-এই আদর্শের সাইনবোর্ড লাগানো বাংলাদেশ জেল, যেখানে সবচলে।
জেল-জুলুমের আদ্যপান্ত শুধু রাজনৈতিক শ্লোগানেই সীমাবদ্ধ নয়। এই দেশের মানুষের প্রতি মানুষের শক্রতা যখন তুঙ্গে চলে যায়, তখন মানুষ হয়ে মানুষ অন্য মানুষের ক্ষতি সাধনের নিমিত্তে অমানুষের রূপ ধারণ করে মিথ্যা মামলার বন্দোবস্ত করে থাকে, ষড়যন্ত্র মূলক ভাবে।
আমাদের দেশের এমনই অসংখ্য মিথ্যা হয়রানির নামে জীবন ধ্বংসকারী একটি জেলজুলূমের কাহিনী তুলে ধরেছেন ফেইসবুক ইউজার মোঃ মেহেরাফ হাসান মেহেদী।
মেহেরাফ হাসান মেহেদী'র সেই ফেইসবুক স্ট্যাটাসটি নিচে হুবুহু তুলে দেওয়া হোলোঃ-
কারাগার থেকে ৪৩ তম বিসিএসের আবেদনের জন্য আমাদেরকে জানিয়েছিল সাইফুল ও নাজমুল হুদা। তাদের জন্য ৪৩ তম বিসিএসের আবেদন করা হয়েছে।
সাইফুল গত বিসিএসের রিটেনের রেজাল্টের অপেক্ষায় ও ভাইভার প্রিপারেশন নেওয়া অবস্থায় আটক হয়, আর নাজমুল চাকরি ভাইবা দিয়ে প্রতিষ্ঠান থেকে নামার সাথে সাথে আটক হয়।
মিথ্যা মামলা দিয়ে এই দুটি ছেলের জীবন ধ্বংস করা হয়েছে। ঘটনার ৬ মাস পরে ঘটনার সাথে কোনভাবে জড়িত না থেকেও ধর্ষণের সহযোগিতার মামলা পৃথিবীর ইতিহাসে বিরল।
এভাবে যারা একজন মহান মুক্তিযোদ্ধার অসুস্থ স্ত্রীকে ( নাজমুলের মা) দিনের পর দিন কাঁদাচ্ছেন, তারা কি সুখী হতে পারবেন? প্রায়ই নাজমুলের মা কল করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার বাবা কবে মুক্তি পাবে? আমার বাবা কবে মুক্তি পাবে?
তোমরা আমার সন্তানের মত, আমার বুক ফেঁটে যায়, আমার বাবার জন্য কিছু করো......
আর সাইফুলের ছোট ভাই বলে, ভাই, সাইফুল ভাই কবে ছাড়া পাবে? সামনের সপ্তাহে কি জামিন হবে?

0 Comments